অঝর ধারায় ঝরে শাওন বাদল ধারা,
একেলা হৃদয় জুড়ে স্মৃতি হয়ে আসে কারা।
বিজুলি লতার মতো এঁকে বেঁকে ছুঁয়ে যায়।
তরঙ্গিত দিঘী জল ছলকি ছলকি দুলে-
এমন বাদর বেলা ডুবে থাকি কোন ভুলে।
কেন যেন মনে, হয় কে যেন পাশে নাই।
দাদুরী মাধুরী সাথে গাহে মেঘমল্লার,
ছায়া ছায়া বেনুবন বাদলঘন একাকার।
দূরে কোথা ঘাস বনে ডাহুক ডাহুকী গায়।


মনে হয় মিশে যাই শাওন ধারার মাঝে
জল কনা হয়ে ভাসি বাদল বাতাস সেজে।
কে যেন কোথা থেকে ডাকে মোহে ইশারায়।