আজ এই নিখিল ভুবনে সবি প্রতিসারিত
নিয়ম ধারা কি যে দিবা নিশির
মাঘে ভরা বর্ষা ঢল চৈত্রে ভরা শিশির।


রাতে গরম দিবা শীতল নিশিতে ভরা রোদ  
নাশিত সুখের পুরে স্বচ্ছ কপাল
গ্রীষ্মে শীত শীতে গ্রীষ্ম কিবা ইন্দ্রজাল।


আজব দেশের অন্তহীন উল্টো কথা  
হারা কণ্ঠে বলবো কত আর
ঘরে রোদ্দুর বাইরে ছায়া সমতলে পাহাড়।


গরু এখন নিরামিষ ছেড়ে ধরেছে আমিষ
খায় গোশত মাংস ডিম মাছ
মুখটি লুকায় সকাতরে দিলে ঘাস বা গাছ।


হাতের তালুই পশম গজায় অতি প্রকাশে
মাথা থাকে নিভাঁজ স্নিগ্ধ ও মসৃণ
দেনদার ধমকান পাওনাদার কে চুকাতে অনর্থক ঋণ।

নদীর জল স্থির হয়ে বর্জ্য পরিবাহিত রহিত
আর পুকুরের জল নিয়ত সচল
সুখী থাকে নিরাশ চোখে হাসে দুঃখী কলকল।