অনুভূতি আজ কমে গেছে-জানিনা কার
আমার নাকি পৃথিবীর!
আগমনীর সুর বাজছে, মন্ত্র মহালয়ার
কিন্তু পাতা বেয়ে ঝরছে না শিশির।
অকালে ফল যেমন পাকায়,
ইনজেকশন  বা ঔষধে-
আজ মহাশক্তির আগমনও তেমন হায়!
কালে অকাল বোধন রাবণ বধে।
ধরণী যেন সইছে না ভার-
দিগন্ত যেন আর কাঁপছে না জয় উল্লাসে;
প্রাণ নিষ্প্রাণ হয়ে ঠেকেছে তার  
জীব ও জড়ের মধ্য পর্যায়ের ত্রাসে।
মানব আজ কাকুতি করছে সবে  
লুটিয়ে মায়ের পদতলে
আলোর বেণু বাজবে কবে
শূন্যে জলে স্থলে।