বিলাসিতা গ্রাস করলো খোলা আকাশকে
সকল সভ্য বাতাস এখন দুমড়ে পরে
ধরাতলে লুটিয়ে নতশিরে।
মেঘ ভর করতে সাহস পাচ্ছে না
তাই গগন ছেড়ে পাতাল পানে মুখ করেছে
অগ্রসর হচ্ছে প্রবল বেগে দৈত্যের ন্যায়
আলো ছায়া ভিতু হয়ে খেলছে না যত্র তত্র
সুবাস এখন দিচ্ছে কু আভাস গন্ধ ছড়াচ্ছে দিকে দিকে
তারা নক্ষত্র গ্রহ পুঞ্জ বাড়াচ্ছে সংখ্যা
সূর্য নিরুপায়, মাঝে মাঝে দিচ্ছে আলো
মাঝে মাঝে লুকিয়ে থাকে আড়ালে
বলে সরাও সরাও আকাশ তুমার বিলাসিতা
আসো নিজ রূপে ফিরে সেই কোমলতায় বিশালতায়
দাও পথ মোরে পেরিয়ে যেতে তোমা দিয়ে ধরণীতে
গুছাও আবরণ করে সংবরণ সকল মলিনতা
অন্ধকার করো দূর, পৌঁছতে দাও মোরে
ছেড়ে বিলাসিতা।