নিশি রাতে ছেড়ে দিলাম মনের অমোঘ নেশা
তোমা পানে; নিও খুঁটিয়ে গোচরে
দেখ যেন তুমার না লাগে নেশা
থেকো মুখ লুকিয়ে প্রচ্ছদের আড়ালে
চাঁদকে বলো তাকাতে ভুল দিকে
রহিত করে তার কিরণ না হয়ে বিবর্ণ
তবে হয় যেন সুবোধ, সুমধুর ও সুবর্ণ।


আঁধারে থেকো জোনাকি তুমি যেওনা আলোয়
চিক চিক আলো দেখাতে হবে করো নাকো ভয়।