নিশি রাত
চোখ বন্ধ, মন খোলা
মস্তিষ্কের কোনায় কোনায় চিন্তার বালুরাশি
মরুভূমির বাতাসযুক্ত বালির উন্মাদনা
অর্থ থেকে সত্য, জীবন থেকে তার প্রতিবেশী জীবিকা
বাঁচার কথা -জেতার কথা অস্তিত্বের তাগিদ
আরও নানান কথামালার নৃত্য পরব এই মনে
নিশি থেকে নিশিতর হচ্ছে রাত
ঘুমন্ত চোখে জাগ্রত মনের অত্যাচার
সারাবেলার সীমাহীন সকল প্রমাদ-
পারি দিচ্ছে দুটানায় এলোমেলো ঠিকানায়
কোনও গন্তব্য নেই,
শুধু এলোপাথাড়ি সচলতা চঞ্চলতা।
রাত আরও রাত হয়ে উঠলে
মন দেহের বশে কিছুটা বশীভূত হয়
ধীরে ধীরে বিদূরের চোখে সকল দৃশ্য প্রকট হতে থাকে
নিঝুম পেরিয়ে কোলাহল হলে--
চেয়ে দেখি একটু একটু তীক্ষ্ণ সুক্ষ আলোর রেখা
ঘর ভেদ করে চোখ বুলিয়ে দিচ্ছে কর্কশ মালিশে
দেহে এখনো ক্লান্তি কাটেনি--সুনিদ্রার অভাবে
মনের দখলে ছিল দেহ খানা
আবার সকাল--
আরেকটা দিন যাপন করবো
শতকোটি আশা নিয়ে।