সূর্য না কি এখন রয়েছে ঘুমন্ত অবস্থায়
সানস্পট আর হচ্ছে না এসব বন্ধই প্রায়
আপাতত ঝিমিয়ে রয়েছে বিশাল কারিগর
চাঁদের স্পর্ধা সূর্য ছোল কাটিয়ে তার ডর।


কী কাণ্ড! চাঁদ ঢেকে দেয় সূর্যের অংশ
          জল ঢেকে দেয় দুধ
মনে হচ্ছে অকাল পেয়ে প্রকৃতি নিচ্ছে শোধ।।


প্রকৃতি মানুষের হাতের মুঠোয় আবার
         প্রকৃতির মুঠোয়ও মানুষ
কেউ আগে কেউ পরে, একে অপরকে দেয় দোষ।


তাই সূর্য গেল ঢেকে, চাঁদের প্রতাপে নিরালায়
জগতে সময়ের খেলা, হে বন্ধু, বুঝা বড়ো দায়।
ছোট আমি তুমি বড়ো এসব কি আর সাজে
কে জানে কোন বাঁশিতে কি সুর কখন বাজে?