ভালো থাকা যেমন দায়
      ভালো রাখাও সেরকম ই প্রায়।
এখন কেও আর ভালো থাকতে চায় না।
কি আশ্চর্য কাউকে ভালো রাখাও যায়না।


এই তো সে দিন দ্যাখলাম পত্রিকায়
        ডিভোর্স দিলো পতিকে
       অতিষ্ঠ হয়ে ভালোবাসায়।


আসলে ভালো রাখা ও থাকা দুটোই ভীষণ দায়।


এই জগতে হায়              বুঝা বড়োই দায়
                 কে কি চায়
      কখন কিভাবে কিসে বা কোথায়।


কেমন কাহার পছন্দ কিসেই বা খুশি?
        তাই তো আমি, এখনো;
  অনেকের কাছে অনেক দোষে ই দোষী ।

       তার ঠিক বিপরীত ও আছে
কত জনে                     কত রকমে
          আমাকে নিয়ে বাঁচে।।


সত্যিই মুশকিল বুঝা কেমন হতে হয় বা নয়-
         তাই ভালো থাকা ভালো রাখা  
             দুটোই ভীষণ দায়।