দেখেছিনু তোমায়
স্কুলের ধারে-
কি জানি ভাবছিলে একা একা
কোলে বই হাতে কলম সংগে সঙ্গী দু চারি
মুখ খানা দেখতে হেম সম
হরিণ কাজল চোখের ভাষা বুঝা ছিল দায়
চেহারা টা ছিল জানা নাম টি অজানা
আমি ব্যাকুল
কি করে পায় তব পরিচয়
সেদিন আবার দেখেছিলাম স্কুলের পোষাকে
বাঁশ বাগানের সরু পথে যেথেছো একে বেঁকে
সাহসের অভাবে বললুম না কথা
ভুলিতে নারি সেই তিলেকের দেখা
বয়ে যাচ্ছে দিবস রজনী
এখনও পরিচয় মিলে নি
শুধু দেখলাম একদিন
খাতার উপরে লেখা আছে তোমার নাম খানা
লেখাই তুমার নাম ছিল দীপাঞ্জনা।