যখন সব শক্তি ক্ষীণ হয়ে যায়
ম্লান হয়ে বিবর্ণ বিগতদুযতি হৃদয়ে
পথ চলার পাথেয় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়-
ঘাত প্রতি ঘাতে যখন এই জীবন অচল
কোন অদৃশ্য শক্তির কবলে থেমে যায়
সমুদয় বিদ্রোহের জোয়ারের রণ স্রোত-  
যখন সমস্ত ঢাল ভোঁতা নীরস হয়ে
ফিরে আসে ব্যর্থ হয়ে অসত্যের  কাছে
তখন জ্বলন্ত শক্তি উজ্জীবিত তেজ অগ্নি হয়ে
অকপটে আঘাত হেনে সত্যের জয় আনতে পারে
একমাত্র দু চার লাইন লেখা।
নির্ভয়ে প্রতিবাদ অন্তরে নির্লিপ্ত চেতনা
মূঢ় মৃতের প্রাণ দান পরিশেষে
নিমেষে ছাল কপাট অসত্য
তুড়ি মেরে বিনষ্ট করতে পারে
একমাত্র কয়েক শব্দের লেখা।
যত রক্তচক্ষু ভয় ভীতি উপড়ে ফেলে
সত্যকে প্রতিষ্ঠিত করতে পারে
একমাত্র লেখা।
একটি ক্ষুদ্র লেখা জীবনের নাড়ী বুড়ি উল্টে দিতে পারে
সমস্ত ধরণীকে  বদলে দিতে পারে
বিশ্ব ভুবন পলকে করতে পারে অবস্থান্তর  
শুধুমাত্র এক টুকরো লেখা।