অর্থ দিয়ে কি হবে যদি না থাকে খাবার?
             হে শিক্ষিত সমাজ        
             গুছিয়ে দম্ভ ও লাজ
নাক তুলা বন্ধ করে ফলনে যোগ দাও এবার।।


খাদ্য বিহনে জীবন চলেনা এ নয় কি চিরসত্য?
              আসছে দিন তেড়ে
         সবকিছুই দিতে হবে ছেড়ে
              খাবার অন্বেষণে ।
জল পাবেনা খাদ্য জুটবে না যদি ওড়াও ও ঢের অর্থ।


যদি না পার ফলাতে বা না পারো কৃষি কাজ
               জাগো জাগাও
               চেতনা বাড়াও
সহায় হও এতৎ কর্মে, পরিহরে অহেতুক লাজ।।