জানালার ধারে বসে দেখছে যেন কারে
খুঁজে খুঁজে ব্যাকুল হৃদয় ক্ষণিক দেখতে তারে
অকস্মাৎ চোখ টি পড়লো তার ওই দর্পণের পরে
চোখ হতে অশ্রু পড়ে গড়ে স্নিগ্ধ স্বরে
ভাবছে ওই তো আমার স্বরূপ  মোর প্রাণপ্রিয়
ওই যে দর্পণের প্রতিবিম্ব যেন আমারই স্বকীয়
কাতর প্রাণে অশ্রু সজল অকাতরে অবারিত
নিখিল ভুবনে তব সুখ এমন আহা! জাগরিত
দেখে যেন মনে হয় নিজ প্রিয় নিজ প্রাণ সখা
কি করে এল হেথায় দিল আয়নায় দেখা
মিলতে নারে দুহে নানান বিঘ্নের তরে
দেখে একে অন্যে কেবল আরশীর ভিতরে
না কথা, না ইশারা, কেবল অবলোকন আঁখি দিয়ে
সম্মুখে প্রাণ সখা বুঝেও দেখতে হচ্ছে গোপনে গিয়ে!
ক্ষণিকের জন্যও করে না আড়াল বুজে না আঁখি
এমনি করেই ক্ষণ মিলনে রত অচেনা দুই পাখী।।