মন কাঁপছে প্রাণ কাঁপছে কাঁপছে দেশ বিদেশ
আশায় আশায় আছেন সবাই হবে করোনার শেষ।
ডাক্তার নার্স পুলিশ বৈজ্ঞানিক শিক্ষাবিদ শত শত
ফিরাতে প্রাণোচ্ছাস         ঘুচাতে করোনা ত্রাস
          সকলেই আপন কর্মে রত।।


স্বেচ্ছায় বন্দী মানব আজ গুটিয়ে অবাধ বিচরণ
কিছু পিশাচ পাশবিকতায় মানেনা কোনো বারণ।
সরকার চায় তার জনগণ থাকুক সুখে বাঁচুক প্রাণে
             কিন্তু কি হবে উপায়--
  যার আছে যত রব     সেই পায় তত সব
           আর বাকিরা প্রতীক্ষায়।


চলতে পারছে যারা      চলছে কেবলই তারা
       নিঃস্ব শুকাই লুটায়ে বালুচরে;
মধ্যিখানের রাঘব বোয়াল সব নেয় যে কেড়ে !


আর অন্যদিকে কি যে ধরল কিছু মানবেরে,
যৌন লালসার হিংস্র তাড়নায় মা বোন নির্বিচারে---
ক্ষুধা মেটায় ধর্ষণে        শেষে তারে মারে প্রাণে  
           ঘটেই চলছে ব্যভিচারে !

কিছু সভ্য ঘরে বসে নিজের পাষণ্ড বর্বরতায়
অর্ধেক খায় অর্ধেক ফেলে ডাল ভাত সবকিছুই প্রায়।
            আর কিছু মরে সকাতরে ।


রে মানুষ কবি হবি মানুষ বুঝবি জগতটারে
এমন দুর্দিনে ও কি তোদের খুলবে না হৃদয় !
       বুঝবি না মানুষ কয় কারে?


কেহ মরে ক্ষুধার জ্বালায় কেহ মরে শোকে
সভ্য জগতের অসভ্যতায় আঘাত হানে বুকে  
আমার সত্যিই আঘাত হানে বুকে।।