সব ভয়ের মূলে সেই অন্ধকার;


ভূতের বা ভগবানের


যেথায় আঁধার সেথায় ভয়
বিন্দু মাত্র আলোর ছোঁয়ায় সিন্ধু সম ভয় শূন্য হয়ে যায়।


আঁধার কাটিয়ে আলোয় প্রবেশ জ্ঞান জ্যোতিতে হয়
প্রাণ খুলে দুরাচার ভুলে মুক্ত মনে ভয়কে কর জয়।।