পুরুষ তোমার দণ্ড খানি আছে বলেই যদি-
যেখানে সেখানে, যাকে তাকে, যখন খুশি যেভাবে খুশি
প্রহার করতে হয়, তবে তুমি পুরুষ নও;
বনের প্রাণীর চেয়েও শত গুণে পশুত্বে ভরা তুমার হৃদয়।
পশু পুরুষ নারীর জীবন কেড়ে নেয়
আর প্রকৃত পুরুষ সেই নারীর প্রাণ বাঁচাতে রক্তাক্ত হয়।
তাই সেই হিংস্র নর রাক্ষস পুরুষদের যারা দণ্ড বলে মুণ্ড নেয়
সমগ্র নারী জাতির অভিশাপ তাদের-


"পুরুষ দণ্ড যেন হয় মোমে পরিণত
জ্বলে উঠবে যত, গলতে থাকবে ঠিক তত"  


(মাননীয় কবিদের কাছে অনুরোধ তাঁরা যেন আমার এই লেখাটির সমালোচনামূলক মন্তব্য করেন যাতে করে বুঝতে পারি এই ভাষায় কবিতা লেখা যায় কিনা)