মনের মাঝে হাজার স্মৃতি
থেমে থেমে জেগে উঠে
রয়ে রয়ে ঝরে স্রোতের মত
বাতাসে ভর করে।


দুলেছিলাম আম ডালে ঝুলে
কচি পাতায় গাছের ছালের
টুকরো ঘষিয়ে রঙ লাগাতাম গায়ে  
পাহাড় খন্দ চরে।  


সকালে দুপুরে কিংবা বিকেলে
সময়ের যাচাই বিহীন খেলতাম
পুকুরের জলে লুকোচুরি ছুটিয়ে
কলা গাছের তৈরি ভেলায়।


রুমাল চোর কানামাছি
গোল্লা ছুট বউমা ছি দোকানদার সাজা
রাতদিন এক করে মাকে ফাঁকি দিয়ে
ডুবে যেতাম খেলায়।


আরও কত কিছু আছে গাঁথা
মনে প্রাণে হৃদয়ের কোণে
যা প্রকাশ পায় না কবিতায়
কেবল ঘোরে চৌপাশে।


দেহের আয়ু এখন পড়ন্ত পানে
ঝুঁকছে উতরাই নিরন্তর নিরলে
আসছে না ফিরে সমীপে সেই দিন
অনন্ত স্মৃতিরা কেবল ভাসে।