হেমন্তে ভরা প্রকৃতি তুমি আসো মোর দ্বারে।
পাইয়ে দাও আমায় তুমি সেই মধুর তারে।
বসন্তে ভরা সময় তুমি আসো মোর ঘরে
কোকিল কলরবে ভরাও ভুবন যেয়ো না সুদূরে।
শিশির ভরা শরত তুমি আসো রোদ্দুর লয়ে
ঘুচাও ব্যাধি সারাও কণ্টক একবার আমার হয়ে।
রিক্ত হিমেল ত্যক্ত বন্ধু ওগো বর্ষা, আসো জুটিয়ে
নিরানন্দের অবস্থান্তরে আসো সমুচিত সমীচীন হয়ে।
গ্রীষ্ম তুমি আসো হেথায় দিতে বিলিয়ে প্রণীত  জ্ঞান
হরো দুঃখ জড়ো আঢ্য এহেন স্তুতি তব স্থান।