এক বিংশের প্রারম্ভে হতাশার ধুম্রজালে বন্দি
অবহেলিত, নিঃশ্বেসিত যন্ত্রায় কাতর
ধুকেধুকে নষ্ট জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
এক বেকার যুবক বলছি।


আমি একটা চাকরী চাই
আমি বাঁচতে চাই
বাবা-মায়ের মুখে হাসি ফুটাতে চাই
প্রিয়তাকে সাথে নিয়ে জীবন কাটাতে চাই
সমাজে অন্য দশ জনের মতো মাথা উচু করতে চাই।


কিন্তু তা কেমনে সম্ভব?


কথায় কথায় আজ শুনতে হয় আমি বেকার
বাবা-মা বলে আর কত দিন তাদের ঘাড়ে চেপে খাব
একটা চাকরি না থাকায় যোজন যোজন দুরে যায় প্রিয়তা।


পৃথিবীতে টাকায় যখন সব কিছুর নিয়ন্ত্রক
তখন এই টাকার জন্য কী
দিন-দুপুরে ছিনতাই করব?
গভির রাতে ডাকাতি করব?
ডিজিটাল ব্যাংক জালিয়াতি করব?
মানুষকে ব্লাকমেইল করব?
বেশ্যার দালালি করব?
নোংরা রাজনীতি করব?
স্মাগলিং করব বন্দুকের নলের সামনে?


যদি তাই করে উপার্জন করতে হয়
তবে পিঠের উপর কেন এত ধূসর সার্টিফিকেটের বোঝা?
বছরের পর বছর কেন পরীক্ষার নামে
আমাকে পঙ্গু বানানো হলো?