আহ! জাড়ুয়া দিন আবার আসচে
তুই খ্যাতা খ্যান বাহির করিস না ক্যা ময়নার মাও
মন্নের জাড় ধইচ্চে মোরে
থরথরে কাঁপে গাও।


গজি খ্যান ধুইয়া দেইস বিয়ানে
ত্যালচাটা ত্যালচাটা গোন্দায়, সাবান হ্যানা ঘসি
মাজিয়াত চ্যাইট্টা জ্যাবড়া থুইস
আগুন তপামো বসি।


হামরা হইলম বাহে গরিব মানুষ
জাড়ুয়া দিনত কপালে নেখা নাই গরম; কি আর করমো!
যয়টা দিন আছি বাঁচি এই দুনিয়াত
ঠাণ্ডা গরম সয্য করি থাকমো।
.........................................................
শব্দার্থ
জাড়ুয়া_ঠাণ্ডা
খ্যাতা - কাঁথা
মন্নের_মরনের
গজি_চাদর
বিয়ান_সকাল
গোন্দায়_গন্ধ করে
জ্যাবড়া_খড়-পাতা


না বুঝলে কমেন্ট করুন