বলল নেতা মঞ্চে উঠে
বাসন্তী নেই মিথ্যা সব,
আমাদেরই মান ডুবাতে
করছিল সব কলরব।


দারিদ্র নেই সুখেই আছি
বাসন্তী নাম অপপ্রচার,
সত্যিই তো খাচ্ছেন বাবু
বিরানী-মাংস, দই-আচার।


বলছি আমি শুনুন জনাব
মিথ্যা কি সেই ছবিটি?
চরে যাকে দেখি খড়ি কুড়াতে
সেই কি নয় বাসন্তী?


ব্রহ্মপুত্র যার ঘর ভেঙ্গে নেয়
জাল পরে যে গতর ঢাকে,
পত্রিকারই পাতায় পাতায়
কে সে? যার ছবি আঁকে।


দেও শ্লোগান বুক ফুলিয়ে
মঙ্গা নয়, চাঙ্গা এখন কুড়িগ্রাম,
দেখেন গিয়ে মহান নেতা
পেট বাঁচাতে বাসন্তীদের সংগ্রাম।