:ঐ দেখ চাঁদ কে মেঘ কিভাবে ঘিরে ধরেছে।
তবুও চাঁদ কিন্তু হারিয়ে যায় না।
আচ্ছা তুমিও কি চাঁদের মতো
মেঘের আড়ে হাড়াবে আমার জীবন থেকে?


:মেঘের দ্বারা চাঁদ আড়াল হলেও তা সাময়িক
আর জেনে রাখ, ঠিক আমিও তোমার থেকে আড়াল হলেও সেটা সাময়িকের জন্য।


:যাক বাঁচালে।
চাঁদের অপেক্ষায় যেমন চাঁদপ্রেমী
প্রহর গণনা করে আমিও তাই করব।
হাজার রজনী না না হাজার কেন?
অনন্তকাল না ঘুমিয়ে কাটিয়ে দিব
থাকব তোমার অপেক্ষায়।
তুমি আমার হবে তো?


:তুমি পারবে কি তোমার করে নিতে আমাকে চিরকালের জন্য? সত্যিই পারবে কি?
পারবে তো সমাজের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার পাণি গ্রহণ করতে।


:অবশ্যই সে সাহস আমার আছে, প্রিয়া।
আমি সমাজে বাস করি সমাজ মানিনে।
সমাজ নিতে জানে দিতে নয়।
সমাজে ভালো মানুষ হয়ে দুঃখ পাওয়ার চেয়ে
প্রিয়জনের বুকে মাথা রেখে স্বার্থপরের মত সুখে থাকাটা কি অন্যায়?


:হয়ত। কিন্তু আমরা না হয় স্বার্থপরই হলাম।