তোমার একটি কথা শুনলে
মন আমার অসম্ভব ভালো হয়
তোমার কথার মাঝে যেন
ওগো প্রিয়া, আমার পরাজয়।


এই পরাজয়ে নেই যে দুঃখ,
স্বপ্নসুখে হই যে পাগলপারা
ইচ্ছে করে দেই যে উড়াল
লাগিয়ে পাখা হয়ে আত্মহারা।


করবে কি গ্রহণ নিবে কি বুকে
এই পরাজিত মনকে আজ
হউক সে মন প্রেমের ভিখারী তোমার,
না থাক তার প্রেমসাঁজ।


তবুও তো সে তোমারই প্রতীক্ষাতে
কাটাবে, না হয় সহস্র বছর
তোমার কথা ভেবে সৃষ্টি করবে
নব অশ্রু নহর।


তোমার ছবি আঁকবে সদা
হৃদয়ের ক্যানভাসে রংতুলি হীন,
তোমার নামে কাব্য লেখবে
বাজাবে হৃদয়ের গহীণে বীণ।


আর কত প্রতীক্ষা প্রিয়া ও গো
আর কত ঝড়বে আঁখি,
কেমন আছো তুমি?
এইটুকু শুনবার লাগি।