২৫ শে মার্চ শুধু একটা সংখা নয়
নয় কোন রুপ  কথার গল্প
২৫ শে মার্চ বাঙালী জাতীর এক অধ্যায়ের
নাম রক্তাত আর হিংশ্রতা
দেখেছিলো বিশ্ববাসী সেই দিনের কাল রাত
আজো অভিসাপ হয়ে আছে চিরো সবুজ বাংলার
মাতৃভূমিতে হায়নার দল চেয়েছিলো ঘুমন্ত
বাংঙালীকে নিঃশেষ করে দিতে
তারা চেয়েছিলো মুখের ভাষা কেরে নিতে
পারেনি তারা চেয়েছিলো স্বাধীনতা কেরে
নিতে তাও  পারেনি
তারা কি জানে না বাংঙালী জাতীকে
দমীয়ে রাখা যায় না ভয়াল সেই
ইতিহাস আজো মনে সাহস যোগায়
র্গবে বুকটা ভরে যায় আমরা বিজয়ী জাতী
কোন কিছুতে হেরে যাবার নয় আজ মহান স্বাধীনতা
দিবসের শ্রদ্ধা জানাই জাতীর সূর্য সন্তানদের
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি
বিশ্বের বুকে এক নতুন স্বপ্নীল প্রিয় বাংলাদেশ