সমস্যাকে সবাই বিপদ হিসেবেই দেখে তবে
এই বিপদ না আসলে আমাদের মাঝে
প্রকৃত মানুষ গুলোকে কখনোই চেনা হতো না
একটু সমস্যা পরলেই শত কাছের মানুষ বন্ধু বান্ধব
সবাই পাশ কাটিয়ে চলে যায় দেখেও না দেখার
ভান তারা কিভাবে জানি শিখে যায় হয়তো তাদের
এটা প্রতিভা মোট কথা সব কিছুতেই স্বার্থ মিশে গেছে
স্বার্থ ছাড়া কেউ কিছুই করে না


কোনো একজন মানুষ বলেছিলো
পর তো পর আপন গুলাও স্বার্থপর সত্যি তার এই কথা গুলো মিলে যায়


সময় সবার এক রকম যায় না ভালো খারাপ
নিয়েই আমাদের জীবন আজ যে ক্রিকেটার রানের
বন্যা বইয়ে দিচ্ছে  কাল থেকে সে  রান নাও পেতে পারে
উদাহরণ আমাদের ক্রিকেটেই আছে


ফুটবল বিশ্বে হইচই ফেলা দেয়া
দুইবার ব্যালন ডিয়ার জেতা প্লেয়ার
যাকে দলে নেয়ার জন্য সব ক্লাব মুখিয়ে থাকে
সে আজ কোনো দলই পায় না


এটাই জীবনের কঠিন
বাস্তবতা ভালো সময় কাছের লোকের অভাব হয় না
আর খারাপ সময়ে  সবার চোখে টিনের
চশমা থাকে ভুলে যদি সামনে পরে যায়  তখন বলে
আপনি কে ভাই হাহাহা এই সমস্থ টিনের
চশমা ধারীদের কাছ থেকে দুরে
থাকাটাই বুদ্ধিমানের কাজ