জেগে, আছি নিঝুম রাতে নিরবতায়
মৃদু আলোতে, ঘুম আজ
নেই যে চোখে কেটে যায় সময়।
রাত জাগা কি দোষের বলো
ইচ্ছে করে তো আর জাগি না
ঘুম গুলো কোথায় হারিয়ে গেছে
সব কেন জানি অচেনা।
ঘুমের ঘরে স্বপ্নের মাঝে স্বপ্ন দেখার
আছে কি মানে স্বপ্নেই হয়ে যায় সব কিছু জয় বাস্তবতায় বড় বেমানান।
অলস দুপুর নাগরীক কোলাহল মুক্ত কিছু
সময় পাওয়া আজ দুষ্কর
শান্ত পরিবেশ আজ বিলুপ্ত প্রায়। দিনের কোলাহল শেষে নিরব নগরীতে
শান্তিতে একটু ঘুমাতে এই বাসনা জাগে পানে বহুকালের ঘুম।
নিদ্রাহীন রাত্রি যারা কাটিয়েছে শুধু তারাই
জানে এক একটা রাত কিভাবে কাটে।
নির্ঘুম রাত্রি খুলে দেয় ভাবনার
অদৃশ্য দুয়ার, বীভৎস  হয়ে যায় রাত।
বহুকালের ঘুম এক রাতে তো হবে না শেষ। সেই একটা রাত তো আর কখনোই
আসে না।অধরা স্বপ্ন হয়ে রয় পাওয়া না পাওয়ার এই জীবনে।
রোজ প্রতিদিন ইচ্ছে জাগে
দিবো একটু ঘুম রাত কখনো পার হয়ে
যায় আসে না যে আর ঘুম।
চোখ গুলো আর লাল থাকে না ঘুম না হওয়া রাতে এখন আর কেউ বলে না
গাঁজা খাস   কি প্রতি রাতে।
তবু আমি শান্তনায় খুঁজি আমারো হবে ঘুম
সব ভুলে দিবো একদিন বহুকালের ঘুম।