বেদনা বিভর শান্ত মন কেটে যাচ্ছে সন্দিক্ষনে
কিছু নেই হারাবার শুধু আছে স্মৃতির
হাত ছানি
ভালোবাসা হারিয়ে খুঁজি
চেনা সেই পথে খুঁজে যাই ব্যস্তক্ষনে
হাওয়াই ভেসে যায় ইচ্ছে আমার
স্বপ্নের ডানা মেলে চল সখী হারিয়ে
যাই ঔ নীল পদ্ম ফুলের দেশে
চল সখী হারিয়ে যাই ভালোবেসে হাতে
হাত রেখে
দিগন্ত জুড়ে আজ নিস্তব পৃথিবী
একান্ত মোরা দুজন ভালোবাসি
ভালোবাসবো করি এই বাসনা মনে প্রাণ
স্বপ্ন দেখি স্বপ্নের মাঝে বাঁচতে
আরো ইচ্ছে জাগে
ভালোবাসি সখী কাছে থাকার
পাশে থাকার মণিক্ষণ
ভালোবাসি হৃদয় জুড়ে আমার প্রীয় জন
সখী হারাবি কি চল মেঘের ভেলায়
স্বপ্ন ডানায় বাধবো সুখের ঘর
মন গহিণে থাকিস সখী
মনের ছোট্র ঘরে
ভালোবাসা উকি দেয় মনের
সিমানা জুড়ে ভালোবেসে ভালোবাসার
বাজীঘরে যায় না পাওয়া সুখ
তাই সখী ভালোবাসি তোর
ঐ প্রিয় মুখ