জন্ম সুত্রে মুসলিম ওরে মুসলমান এর মান  প্রৈতিক ভাবে পেয়েছে ভেবেই দিচ্ছে না তার দাম। সূখ্যনিষ্ট মন বিন্যাশ ছলচাতুরি তুস্ত খন্ডন নাহি লিখন তাহার একজীবনের সুখ।  কাঠমোল্লা শব্দে ভারি ওজন নাহি তার  কথার ওজন মাপবে কিসে মিজানের পাল্লার। মডারেটর তুমি মুসলিম ওহে হিসেবের গড়মিল বহু পড়েছে কোরআন হাদিস হও নাই মুক্তাকিন।
ক্ষমা চাই তুমি করে দাও ক্ষমা ক্ষমাতেই তার সুখ  ভ্রান্ত মহে আছি সব পড়ে ক্ষণিকের অনূকুল।
চাহিয়া দেখ বিশ্ব ভুবন কিনবা সৃষ্টি জগৎ কতশত জাতী হইয়াছে বিলিন কর্মের পরিহাসে। সত্যের আলো প্রকাশ্যে খোজো কিনবা অন্ধকারে সত্য চিরোদিন সত্যই রয় মিথ্যেই শুধু রটে।
করি মিনতি শুনরে মন বিবেক জাগ্রত
কর আর কত থাকবি ঘুমিয়ে
ছলনাময়  মায়ার ঘর।