নীল, আকাশ তুমি তো জানো


কত পথ হেঁটেছি অন্তরাল। ঘুমহীন কত রাত ভিজেছি চোখেরও শ্রাবণ ধারায় নোনা জলে।
স্বপ্ন বুনে যাই আজোও না পাওয়া সুখের
মিথ্যে আশায় স্তব্ধ হয়ে শুনেছি কত বিরহ জড়ানো কাব্য কথা। ভোরের, পাখির মিষ্টি সুরে সূর্যের
আহবান, মৃদু বাতাসে ছুঁয়ে যায় ব্যথিত হৃদয় প্রাণ।
দক্ষিণের ঐ জনালায় জুড়ে
স্মৃতির হাত ছানি জমে থাকা সেই না বলা কথা আকাশ জানো কি সেই অমর বাণী?
প্রিয় সুর তুলে গেয়েছি  কত জীবনের জয়গান আকাশ তোমার মনে
কি আছে  কেঁদে দিতে তুমি অবিরাম।