খালি হাত তোদের দূয়ারে দাঁড়িয়ে
আছি নিভু নিভু বাতীঘর
কোথায় কি একটু আলো হবে অন্ধকার
বড় ভয় হয় যে আমার
বহুদিন কতদিন ঝলমলে রোদ দেখিনি
দেখিনি মায়ের দরদী মুখ   আঁধারের কাছে
মুক্তি চেয়েছি  করেছি কত
চিৎকার কেউ শুনেনি আত্মনাত
বহু পথ হেঁটে শুধু ক্লান্তই
হয়েছে  পাইনি খুঁজে কাঙ্খিত সেই পথ
যতই  পালাতে চাই আঁধার  থেকে  
পাইনি তো আজো স্বপ্নীল প্রিয় একটি ভোর
কেউ কি আছিস তোরা
আমায় একটু স্বাধীন মুক্ত বাতাস দিবি
বহুদিন প্রাণ ভরে নিঃশ্বাস
নেয়া হয়  না
যন্ত্রনা মুক্ত কিছু সময় দিবি
শান্তি একটু ঘুমাতে চাই
হারানো শৈশব খুঁজে যাই  ক্লান্তির অবসরে
ঠিকানা বিহিন দিন গুলো
মনের গহীনে জমে রয় ধুর্ষর  মলিন হয়ে
অতীত বর্তমান মিলেমিশে রোজ
করছে তাড়া বির্বন পথভ্রষ্ট আমি ছুটে
চলছি অবিরাম পথহীন পথে
চারী দিক শুন্যতার অনূভব কোথায় কি
কেউ নেই আমায় একটু অতীত ভোলা
ঔষধ দিবি ভুলে যেতে চাই
অতীত নামের অভিসাপ