লোক মুখে শুনেছি ভালো মানুষ
বেশি দিন বাঁচে না
প্রিয় আনিসুল হক তার প্রমান পেয়ে গেলাম
পেয়ে গেলাম স্বপ্ন পূরণ তো সবার হয় না
বাংলার লাখো তরুণ  জনতার আদর্শ প্রিয় মুখ
যাকে দেখে রোজ মার খাওয়া
ছেলেটাও আজ প্রতিবাদ করতে জানে
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে  বাংলার
প্রিয় ভূমিতে একজন আনিসুল হকের
বড়ই অভাব  
প্রিয় আনিসুল হক অশ্রু তো ফেলিনি জানি
আর কখনো প্রতিবাদী সেই মুখ দেখবো না
দেখবো না দুঃখির মাথায় হাত রেখে
বলা ওরে আমি আছি তো
আজোও ভোর হয়েছে নতুন দিনের
আহবানে শুধু আজ তুমি নেই
নেই তোমার পদচরণ রেখে গেছো
সংগ্রামী একটি আদর্শ