রেখে যেতে চাই কিছু চিহ্ন
ভুলে যাওয়া প্রিয় মানুষের কাছে।
যদি কেউ কখনো মনে করে
লিখে যাওয়া কবিতায়।
না বলা কথা বলে যাই কাব্য ভাষায়  ভালোবাসা গুলো আজ  সীমাবদ্ধতায়।
কেটেছে সময় অকারণে বুঝিনি তো
আগে তার  মানে   যাচ্ছি   লিখে কিছু কবিতা সাথে নিয়ে  অপূর্ণতা।
এক চিমটি সুখ নিয়ে চলছি দিব্বি রোজ
আলো আধার  আর হিমেল হাওয়া
নেয়নি কেউ খোঁজ।
প্রিয়সির সেই অমর বাণী জমে রয়
মনের ছোট্র ঘরে চাইলেই
কি যায় ভোলা তারে হারিয়ে যায়
প্রিয়সীরা চুপিসারে।
ক্ষনিকের পরিচয়ে,কতজন
হয় আপন কিনবা ভালোবাসায়.
কেউ বা আবার কাছে এসে
কষ্টটা আরো বাড়ায়!
মিথ্যে সব মানুষ গুলো ভালোবাসাও
বুঝি তাই? ভালোবাসার
মাঝে আজ ভালোবাসাই যে নাই ৷