কিছু স্বপ্ন ছিলো ভালো থাকার আশায়
ইচ্ছে গুলো আজ  ধুকে ধুকে কাঁদায়।
ছিলো কিছু অভিমান বিশেষ কাউকে নিয়ে। না বলা কিছু কথা ছিলো জমে আছে মনের গহিণে।
হাওয়ার, স্রোতে- হারিয়েছি বহুবার-
জানে না সময় নির্দয়, পৃথিবীর মানুষের ভিড়ে। হিংস্রতা করেছে ক্রাশ
নিজেকে খুজে পাই
চোরাবালির  মরিচিকায়।  নিঃসঙ্গতা  ভালোই লাগে কোলাহল থেকে দুরে,
আরো  দুরে। অপলক দৃষ্টিতে  চেয়ে রই
সাজানো মিথ্যের কারুকাজ মন ভোলানো
উৎসবে। সুখি মানুষের ভিড়ে
নিজেকে যে বড় বেমানান মনে হয়।
চাপা, কান্নার অশ্রুসিক্ত জলে
মুছে গেছে বহু আগে দু চোখের রঙ্গিন  স্বপ্নগুলো। ঝরা পাতার নেয়  ঝরে
গেছি কোন এক ঠিকানা বিহীন হাওয়াই।
এখনো পথ চেয়ে রয় উষ্ণ  ভূমির
এক চিলতে আলোর আশায়।
পথিক, বল আর নিঃস্ব   বল  কিংবা অসহায়, ক্ষুদ্র জীবনে  হারিয়ে- যা
লেখা হয়নি অপ্রাপ্তির খাতায়।