কষ্টের, তো আকার হয় না
জলন্ত দাবানল ধীরে ধীরে পুড়ে র্ছাই করে দেয়
মনের আবাসস্থল।  প্রভাতের  শুরু রাত্রি অবধি তারই বিচরণ চিন্তা ধারা সব কিছুতেই বিষন্নক্ষণ।
ইচ্ছে- হলেই বায়না ধরে নিল আকাশে উড়ি
স্বপ্ন ভাঙা পর্থিক হয়ে তার পিছনেই চলি!
নিয়তির ধারে পড়ে রয় অপ্রাপ্তির  ফুল ঝুরি
বহু বসন্ত পেরিয়ে  গেলো হয়নি সমাধি।
বেঁচে, আছি শুধু  মুখেই বলি মরে গেছি সেই কবেই আমারও কি  হবে সমাধি  শেষ বিদায়ের পরে।