আলো শুধু নয়তো আলো
      নয় তো আঁধার-ছেদি’
উঠে শুধু আকাশ ফাড়ি’?
      নয় কি জীবন-ভেদি’?
আলো ভূমে সুখের চাবি
      সাজায় সুখের ঘর,
স্বপ্ন আঁকে মেজাজ ছিড়ে
      সারাটা জীবন ভর।
ছোট্ট ছেলে আলোয় মিশে
       ছড়ায় আলোর বাণী,
স্বপ্ন খোঁজে বদ মেজাজী
       আলোর আশায়, জানি।
আলো কভু ছুঁয়ে দিলেই
       ভালোর বিধান মেলে,
মিথ্যে আশা পালায় দূরে
       আলোর সোপান পেলে।
খুঁজি সবে আলোর আশা
       আলোর পথেই চলি,
সবে মিলে সুখের তরে
      আলোর কথাই বলি।


(১৮ জুলাই, ২০০২#৬৪)