হুশ হারাসনে দামাল তোরা,
সাজানো এ ভুমে ফুলের তোড়া।
দেখ চেয়ে দেখ জীবন মোড়া-
                    অথই আলোক ঘিরে,
থাক শত বাক; হারানো সে গান
মিলেমিশে সবে শুরু ঐকতান
           প্রাণ খুঁজে দেখ মানব ভীড়ে!


আপনার সব! কেন বলিস?
আপনার সুখে কেন চলিস?
আপনার প্রাণ কেন ভরিস?
                  কি আশে বাঁধিস বুক?
সুখ যত আছে সবার প্রাণেই
মুছে দিলে ক্ষত আপন মনেই
           খুঁজে পাবি তবে আপন সুখ।


এ পৃথিবী নয়- আপন, তবে
এ পৃথিবীতেই বাঁচতে হবে।
সাধের জীবন বাঁধতে হবে-
                     সবার সুখের তরে,
মিছেমিছি খুঁজে আপনার সুখ
কেন বাড়াস’রে আপন অসুখ!
        কেঁদে চলো কেন জীবন ভরে!


(১৩ আগস্ট, ২০০২#৮৭)