-                  ভালবাসা,
          মায়ের চোখে টলমল জল;
        বোনের মুখের চিরচেনা হাসি।
    অনুক্ত দোয়া, জীবনের কঠিন প্রান্তে!
                 ভোলা যায় না!
  আমি হেসেছি তখনই যখন হেসেছে বোন
         হেসেছে যখন শুধু মায়ের মন
                (প্রিয় সে ভাবনা)
এ যে পৃথিবীর মাঝে চির সুখের অবারিত কামনা!
                    প্রিয় বন্ধন;


                        মা, বল তুমি আছো কেমন?


         ‘এ পৃথিবীর পথ, নয় তো চেনা
          চিরচেনা পথ, অচিরেই অচেনা
          হয়তো কখনো চেনা ছিলো না
                 এমনই ক্রন্দন!
         হাসির আড়ালে কাঁদে বিরহিত মন
                 বিষম স্বপন!
        দুখের আড়ালে সুখ খুঁজে পাইনা!’


           এ পৃথিবী কারো আপন হয়না!


                     স্বপ্ন-আশা;
            হৃদয়ের অনুক্ত বেড়াজাল!
       মনের আকাশে ওড়া সফেদ স্বস্তি!
     আসক্ত প্রেম! জীবনের অন্তিম সময়!
                  বোঝা যায় না-
আমি কেঁদেছি যখনই তখন ভেঙ্গেছে শক্তি!
         পাইনি যে তাই কখনো মুক্তি!
              (কষ্টের সে চেতনা)
এ যে শান্তনার মাঝে চির অশান্ত ব্যথাতুর বাসনা!
                  কষ্ট চিরন্তন!


                      বল না মা, কেন জীবন এমন!



(২৭ আগস্ট, ২০০২#৯৯)...