সকাল বেলা মেঘের খেলা
     দুপুর বেলা- কে কোথায়?
দেখবি যদি বৃষ্টি-নাচন
     ঘরটা ছেড়ে বাইরে আয়।
শরৎ বুঝি পেলই খুঁজি
     ধরার মাটি শেষ সময়!
আসছে হেসে পাগল বেশে-
     মনটা নাচে (দিগ্বিজয়)!
পুকুর গুলো ভরেই গেলো
      মাছ ছুটেছে শান্ত পায়,
গরীব চাষী কাঁদছে আসি
      পুকুর পাড়ে- (মুখ লুকায়)!
চোখের জলে সময় গলে
     দুঃখ গুলো মেঘ জমায়,
আসলে বৃষ্টি ভাসবে কৃষ্টি
     এমন ভেবে চোখ ভিজায়!
একলা চাষী পড়ছে ফাঁসি
     বৃষ্টি আসি চোখ ভাসায়,
যেমন করে জীবন ঘোরে
     দুঃখের তরে সব হারায়!


দুঃখের খামে পবন নামে
           সেই পবনে বন্যা হয়,
কেউ দেখে বা নাইবা দেখে
     দিন গুলো তো এমনি যায়!



(১৮ আগস্ট, ২০০২#৯২)