বেদম প্রহার স্বপ্ন আশায়
পুড়ছে জীবন ধ্বংস নেশায়।
         একটু কি ভাই জিরোনো যায়?
                       কোনো সে নদীর তীরে!
                 খুঁজে দেখি আপন হৃদয়টিরে।
          তীর হারিয়েই বেঁধেছে বিবাধ-
                     নয় সু-সময় মানব ভীড়ে।


আজ ভেঙ্গে আশা ভেঙ্গেছে ঘর
ভাঙ্গার নেশায় মেতেছে স্বর।
            কূল হারিয়েই নিঃস্ব-নিথর -
                               অবুঝ অবুঝ খেলা,
              আপন হাতে থামিয়ে আত্মভোলা!
       সেই হাতে আজ মাঙছো যে ভিখ
               কোন সে আশায় ভাসিয়ে ভেলা!


কুল খুঁজে আর কূল পাবেনা
ভুল বুঝানোর সুর হবে না।
           সুর হারিয়েই খেই র’বেনা-
                            মিটবে না রে আশা,
                বুঝবে তখন ‘কষ্ট কত খাসা’!
       যত খোঁজো ঠাই দুঃখের সময়ে
              ভেবে নিও তুমি মুক্তি- নিরাশা।


(২৮ আগস্ট, ২০০২#১০১)