কত দিন গেলো কতটা ভয়ে!
বুকে চাপা কত দুঃখকে সয়ে!
মনে ভাসা কত  স্বপ্নকে লয়ে-
                   কতটা পাষাণ দিন!
প্রেম, তুমি রবে কি হৃদয় মাঝে?
হাসাবে কি হৃদয় সকাল সাঁঝে?
না, কাঁদাবে এভাবে, রাত দিন!


‘সেই সে দিবস, ভয়াল ক্ষণ!
কাঁপেনি হৃদয়! ঘৃণ্য জীবন!
লোলুপদৃষ্টিতে ব্যথিত মন’-
               কখনো পাবেনা ক্ষমা,
মুখর এ বাংলা মুখরিত প্রাণ
‘রক্তে রাঙ্গানো বাঙ্গালির সম্মান’
         হৃদয় মাঝারে র’বেই জমা।


এ বাংলা মুখর- হাসবেই রে
এ বাংলা অটল- থাকবেই রে
এ বাংলা সজীব- পারবেই রে
                   সাজাতে আপন ঘর,
‘যে ছিলো প্রাণ- কাঁদালি তো তারে
জীবনের তরে হারালি তো তারে’
          আর কত মেরে করবি পর?


(৪ আগস্ট, ২০০২#৭৫)