আর কতকাল থাকবি বেঁচে,
এমন নেশায় চোষক সেঁজে!
আপন কাজেই কাঁদবি নিজে-
                    থামবি পথের শেষে!
এ আকাশ-সীমা সব তোর নয়,
সব চলে না’ক মিছে ভাবনায়।
     পেরেছে কি কেউ? বলনা কে সে?


কত আর হবে পত্রিকা লেখা!
কত আর হবে মিত্রতা আঁকা!
একবার শুধু ছবিটা দেখা -
                      যাচি সুখ-মানচিত্র!
এ ভুবনে শুধু বেঁচে থাকা নয়,
মরে গিয়ে তবু বেঁচে থাকা যায়।
              হও যদি শুধু সবার মিত্র!


ছেড়ে দে না সব- এত কু-কৃতি!
মুছে দিয়ে দেখ দুঃখের স্মৃতি!
অনুভবে পাবি সুখানুভূতি-
                 মোরা সবে ভাই ভাই,
এত হাঙ্গামা কেন ভুবন তরে
‘আমি’ হই ভাল আপনার তরে
          এত সুখ আর কোথাও নাই!


(৫ আগস্ট, ২০০২#৭৬)