‘ভুল’ বলে মেনে নিয়ে  শত কথা মাটি দিয়ে
    হাসি গুলো চেপে রেখে দূর অজানায়
মন মোর রয়ে গেলো  সব কথা ভুলে গেলো;
   একা পথে চলে চলে- বিরহ সাজায়।
           এ কি মোর পরিণয়!
কেমনে রুধিব তারে  চলে গেছে ফেলে যে রে
     হাসি মুখে বলে দিয়ে বন্ধু বিদায়!


              সে কী কষ্ট! কী যন্ত্রণা!
  সব হাসি নিয়ে গেলো এক ললনা!


জেনে গেছি সব আমি  এ তোমার পাগলামি
    জানে সে তো অন্তর্যামী জানে এ হৃদয়!
কতটুকু ভুল ছিলো!  ‘যত টুকু সাজা পেলো
   মন মোর মরে গেলো’ না পেয়ে তোমায়!
          সে কি ছিলো অভিনয়!
কেমনে হাসিবো হাসি  যে হাসি হারিয়ে শশী
     অমাবশ্যা নিয়ে আসে ঘোর পূর্ণিমায়!
           এ কি প্রেম? না যন্ত্রণা!
      সব হাসি পুড়ে দিলো এক ললনায়।


(১১ আগস্ট, ২০০২#৮৫)