খুঁজে পাওয়া সে পথ, যে পথে জীবন শুরু,
ফেলে যাই তা কেমনে, যে মনে সুজলা তরু।
বসনে মাটির দাগ, হৃদয়ে অমোঘ আশা,
চিরচেনা মেঠোপথ, যে পথে প্রথম ভাষা।
মায়ের শান্ত আঁচল, যে কোল অতুল শুচি,
কেমনে পিছনে ফেলে, বলনা, সে পথ মুছি!


তুমি তো দেখালে প্রেম! যেখানে নীরব কবি!
হৃদয়ে মায়ার তৃষ্ণা; বুকেতে অতুল ছবি!
চোখেতে পাবার ভাষা, স্মৃতিতে গাঁয়ের মাটি
জড়িয়ে মায়ের ধূলা! নীরবে একলা হাটি!
পারিনা মুছতে আমি, পারবনা, সত্য কথা
ভাল থেক নিয়ে পাশে শহরের যান্ত্রিকতা!


তোমাকে স্মরেই আমি, অপেক্ষায় মেঠোপথে-
সব ছেড়ে চলে এসো- প্রেমে ভাসা উষ্ণ রথে।



(২৮ মে ২০১৫# ৯১০)