শুধু শুধুই লাভ কি বলো-
       মিথ্যা স্বপন ছড়িয়ে দিতে!
মরুর বুকে আশার আলো
       এক নিমিষে জড়িয়ে নিতে!
লক্ষ শিশুর চোখের পানি
       মিথ্যা আশায় মুছিয়ে নিতে!
পারবো না যা, হঠাৎ করেই
       সবার মাঝে বলেই দিতে!
যদি,
নিঃস্ব শিশুর চোখের পানি
       সাধ্যের মাঝে মুছতে পারি,
সেটুকু যেন মুখেই বলি
       সেটুকু যেন করতে পারি।


লাভ কি বলো শুধু শুধুই
        অহমিকার বাঁধন খুলে,
বড়াই করে লড়াই করে
        নিজের পথ নিজেই ভুলে!
আকাশ যদি ছুঁয়ে দিলাম
        গেলাম কেনো মাটিকে ভুলে!
শুরুতে মোরা শুণ্য ছিলাম-
        স্বপ্ন আশার পসরা খুলে!
যদি,
আমির হয়েই আমির হবার
         পথ গুলোকে ধূলোয় মিশাই,
মুছবে না রে ইতিহাসটা
         পাবো না রে আপন দিশা-ই!


(২৩ আগস্ট, ২০০২#৯৬)