শান্ত ভূমে শান্ত আমি শান্ত এ হৃদয়
শান্ত তুমি ‘স্বপ্ন-আশা’- অশান্ত প্রণয়!
দীক্ষা তুমি শিক্ষা তুমি স্বপ্ন কামনায়
উচ্চ আশা মনে জমে তিক্ত ইশারায়।
অস্ত্র যবে মসি তবে বন্ধ মুখচ্ছবি
স্বপ্ন রবে স্বপ্ন-ভবে  স্বপ্ন প্রতিচ্ছবি!
হাসি আসে দুঃখ মাঝে দুঃখে হাসে- হাসি!
তুমি হাসো বন্ধ ঘরে অন্ধ সুখে ভাসি।
ছলা কলা সবি জানো তাতে ডুবে মরি
বুকে নিয়ে দ্বন্দ্ব-আশা পথে খুঁজি তরী।
মন্দ আশা স্কন্ধ প’রে দ্বন্দ্ব লাগে ভারী
অন্ধ মসি সত্য যাচে মন্দ পাতে আড়ি!
নিত্য মরি ব্যথা বুকে বন্ধ স্বপ্ন চাবি
শান্ত তবু নিঃস্ব মন অশান্ত যে দাবী!


‘অন্তরাত্মা’ তুমি জানো আমি কি’বা খুঁজি
তপ্ত-সাধে কতটুকু বক্ষঃ ভরা পুঁজি!
‘শান্ত  ভূমে শান্ত মনে মুক্ত কলেবর
অন্ধ ভূমে আত্মা যাচে মুগ্ধ শিষ্টাচার’।


(২১ জুলাই, ২০০২#৬৫)