নীরবে স্বপ্ন পথে, মন খুলে; পৃথিবীর মাঝে,
দিবে কি দেখা মোরে, চোখ তুলে; বলনা, সে কে যে!
                    কোথা আছে?
                     মরি লাজে!
   দিগন্তে চোখ মেলে, পথ ভুলে; খুঁজি তারে ঘুরে,
  জানিনা মজে আছে- কোন ছলে; কি বাঁশির সুরে।
                  অমাবশ্যা রাতে,
                  জীবনের সাথে-
  খেলেছে কি সে একা? সুখ নিয়ে; আঁধারের ঘোরে!
  গিয়েছে কি সে ভুলে? (স্বপ্ন দিয়ে); অনায়সে মোরে!
                  এ কেমন কথা?
                  না কি নীরবতা!
     গেয়েছি ধরা মাঝে, তার সুরে; হৃদয়ের গান,
   উঠেনি কভু হেসে, ধীরে ধীরে; ঘুণে ধরা প্রাণ!
                            পাইনি যে তারে!


                   শোন, তুমি স্বপ্নই নও সুখের বাতাসে..


                কোন এক কোণে-
   পৃথিবী রেখে দিছে- স্বপ্ন যত; ভালবাসা-লিপি,
ধেঁয়েছে তোমা পানে- আশা শত, খুলে যাবে ছিপি!
                 মানবেনা রোল
                 ভালবাসা বোল
  কপালে লেখা আছে?- পাবো আমি?; আমি কি পেয়েছি!
  খুঁজবো একা একা?- শোন তুমি; অনেক খুঁজেছি!
                  নীরবে নীরবে-
                  প্রেমের শরাবে!


                   শোন, তুমি চলেই আসো প্রেমের স্বকাশে..


                   অতঃপর তুমি...!
  পেখম মেলে ভূমে, উঁকি দিলে; স্বপন-বসন্তে,
  চন্দ্রমা নিভে গেল, বে খেয়ালে; নীরবে সীমান্তে..
                  গোপনে গোপনে
                   হৃদয় কাননে-
  ফুটেছে ফুলগুলো, একে একে; ভরেছে সুগন্ধে,
জ্বেলেছে আলো-আশা, মহা সুখে; উড়েছে আনন্দে।


                   একটাই ভূমি....
                   বল, আর কয়টা চাঁদ উঠবে আকাশে.......


(২৩ এপ্রিল, ২০১৫#৮৯৮)