আবার নেমেছে দুখ  আবার কেঁদেছে বুক;
  আবার হেসেছে প্রিয়া ক্ষণকাল কেঁদে,
আবার দেখেছি আমি  আমার ‘আমি’র ডামি-
  ডুবেছিলো যেই স্বর চেনা সুরে সেধে!


এখানে জীবন বাঁচে  মধুর মহুয়া আঁচে
  সাধের লোলুপ দশা যতক্ষণ থাকে!
ফুরালে আপন আশা  সহজে অচেনা ভাষা
  নীরবে দু’হাতে ঠেলে চলে নিজ বাঁকে।
এমন দেখিনি কভু  যেখানে নীরব প্রভু
  তবুও জীবন নাচে সুখে আর দুখে,
কখনো হাসির রোল  ভাসায় না বলা বোল
  কখনো বুকের ব্যথা সহজেই মুখে!


এ কেমন পাগলামি  পাগল পাগল ‘আমি’
  কি দোষে জীবন দোষী বুঝিনি তো আগে!
এখনে খুঁজছি আশা  ডুবিয়ে নিরাশ ভাষা;
  সকলি নিমিষে যাবে ডুবে অনুরাগে।
জীবন চলবে হেসে  জীবন কে ভালবেসে
  মারবেনা আর কভু আপনার তেজে,
সাধেতে মিলিয়ে আশা  নীরবে পুড়িয়ে রোষা’
  দুচোখে ফুটাবে ফুল - প্রজাপতি সেজে।


আবার আসবে সুখ  সুখেতে কাঁদবে বুক
  বুকেতে থাকবে শুধু ভালবাসা ভরা-
যতনে সাজাবে ঘর  ঘরেতে ভাসাবে স্বর
  সু-স্বরে দোলাবে দেখ প্রেম-পূর্ণ ধরা।


(৯ আগস্ট, ২০০২#৮৩)