তুই কেন এসে ঘুরালি মোড়!
বারে বারে প্রেম বাজায় শোর!
মনে ভেসে ওঠে ‘বিষণ্ণ তোর-
                     ভয়ে কাঠ মুখখানি’!
তোর পরানেই বেঁধেছি পরান
মুছে দিয়ে সব বিরহের গান
          অপেক্ষায় প্রাণ- উষ্ণ তরণী।


এই টুকু তুই ‘পরীর রাণী’
এই মনে আমি বেঁধেছি, জানি
শত সুখ আর স্বপন-বাণী।
                  শুধু তোকে ঘিরে আছে,
পাছে ভালবেসে মরি দু’জনেতে
তাই দূরে প্রাণ- থাকে কোন মতে
        পারিনারে আর!- আয়না কাছে।


তোর চোখে চোখ গালেতে গাল
মিছে মিছি খুঁজি বাসনা, তাল।
তোর হাত ছুঁয়ে স্বপ্ন মাতাল-
                    করে শুধু ছোটাছুটি,
জানি যাবি দূরে ‘ রয়ে গিয়ে প্রাণে-
মেরে গিয়ে মোরে শয়নে স্বপনে’
         প্রেম একা ঘরে কাঁদবে লুটি’!


(১৪ আগস্ট, ২০০২#৮৮)