আমরা যুবক, খুলবো স্বপ্ন-বাঁধন;
সকল জটের, খুঁজবো ঠিক কারণ।
‘অসাড় চেতন অহম আশার
                   জ্বালিয়ে দেবই
                             শিকল গড়ার তান,
অবুঝ হাতেই মারবো ওদের
                   পাবেনা সময়
                           মুখ লুকানোর ক্ষণ’!
আমরা যুবক, আমরা পারবো ঠিক
পাবেনা রেহাই, যদিও জানায় ভিখ!


(ওরে যুবা...)
দু হাত বাড়াস, শক্ত করেই বিবেক;
ভয় করিস না, আছে মানুষ হরেক।
‘সুখ পিপাসায় পাগলমতীর
                   হৃদয় জুড়েই
                            সব হারাবার গান,
হারিয়ে জীবন পথের মাঝেই
                  চোখের জলের
                        রাখতে পারেনি মান’!
সাহস রাখিস, হাসাবো ওদের ঠিক,
ভয় করিস না, পাবেই আপন দিগ।


(ওরে যুবা...)
আগলে ধরিস বাঘের থাবার তোড়,
ভয় করিস না খড়গ পীড়ার শোর।
খুন পিপাসায় পাগল ওদের-
                   শুনিয়ে দেবই
                         শিকল ভাঙ্গার গান,
এক নিমিষেই ওদের আশায়
                   মিশিয়ে দেবই
                        ‘অতুল দুঃখের বাণ!
সাহস রাখিস আগলে রাখিস বুক-
ভয় করিস না, আসবে ফিরেই সুখ।


(ঠিক একদিন ওরা..)
‘দেখবে শুধুই, থাকবে না আর ঘুণ সারাবার দিন
বুঝবে তখন, বাজবে যখন শেষ জীবনের বীণ’!



(১৭ আগস্ট, ২০০২#৯১)