আর কত কাল নিঃস্ব হৃদয়,
একলা বৃথাই স্বপ্ন সাজায়।
        চোখ ভিজে যায় স্বপ্ন নেশায়-
                         কাঁদছে জীবন খুব,
         বসে আছি জ্বালিয়ে দুঃখের ধূপ!
     কাঁদবে কত আমার পোড়া মন-
               সময় হলে হয়ে যাবে চুপ!


আজ স্বপ্ন একা, দুঃখ সীমায়,
সুখ যত সব দূরে পালায়।
        দূর সীমানায় নিঃস্ব হিয়ায়
                          মধুর আশার চরে,
           স্বপ্নগুলো পালিয়ে বেড়ায় দূরে!
    বাঁধে না আর বুকের মাঝে বাসা-
              মন কেঁদে যায় ব্যথার ঝড়ে!


নয় কোন প্রাণ ক্ষিপ্ত-শকুন!
আপন আশায়  লুপ্ত চেতন!
           মায়ার বাঁধন নিত্য নতুন-
                       ভাসায় স্বপন বানে,
         পৃথিবী আজ মাতাল তপ্ত গানে!
     ছিলো যত সব মায়ার আবেশ-
               ছিড়ছে ঠিকই মধুর টানে।


(৩০ আগস্ট, ২০০২#১০২)