কোনো ভাবনা চিন্তা বিযুক্ত না করেই বলতে পারি
আমার কোনো লজ্জা- শরমের বালাই নেই
শব্দ ও বাক্যের কাছে আমার কোনো ঋণ নেই
কবিতা নামের নারীর সাথে আমার কোনো পরিচয় নেই
কোনো পুরাকালে ছিলোও না!


আমি কিছু বুঝে উঠার আগেই ----
আমার পিঠে সওয়ার হয়ে নতুন সভ্যতার সূর্য ওঠে
তেত্রিশ কোটি ত্রিমাত্রিক সন্ধ্যার অভিজাত ফুল ফুটে
নিশিচোরের নামে আমার কবিতার নতুন জন্ম হয়
আমার পায়ে হেঁটে আগামী শতাব্দীর প্রসবোত্তর সংবর্ধনা হয়!


তবুও আমার কোনো লজ্জা শরমের বালাই নেই
আমার বালাই ষাট বলিহারি হয়
অমেরুদণ্ডী লাগামের মেরুদণ্ডের ওপর উটেরা হাঁটে
তেলাপোকা, টিকটিকিরা কী সুন্দর মানুষের জিব চাটে
উনুনে বসে উকুন চামচিকার মতো ঢাক বাজায়
তবুও আমার কোনো লজ্জা শরমের বালাই নাই!!